বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ এর দুই কৃতি সন্তান কবি সাংবাদিক দর্পন কবীর এর লেখা ও কবি কন্ঠ শিল্পী এস এ শামীম এর সুর করা ১০টি মৌলিক আধুনিক নতুন গানের সিডি অ্যালবাম ” নক্ষত্রের ফুল’ নামে সমগ্র দেশ ব্যাপী বাজারে বের হয়েছে। গান গুলি গেয়েছেন দেশের বিখ্যাত লিজেন্ড পার্সন কন্ঠ শিল্পী বৃন্দ। এদের মধ্যে সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী, এন্ড্রো কিশোর ও এ সময়ের আলোচিত কন্ঠ শিল্পী ভারতের শুভমিতা ব্যানার্জী। প্রত্যেক শিল্পী দুটি করে গান গেয়েছেন। গান গুলির মিউজিক কম্পোজিশন করেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরকার শেখ সাদী খান।
সিডি অ্যালবামটি বাজারজাত করছেন দেশের শীর্ষ অডিও সিডি ভিসিডি প্রতিষ্ঠান জি সিরিজ। বাংলাদেশে গানের ইতিহাসে এই প্রথম বিখ্যাত পাঁচজন গানের তারকাকে একত্রিত করে এক অ্যালবামের সূঁতোয় বাঁধলেন গীতিকার দর্পন কবীর ও সুরকার এস এ শামীম। অ্যালবামটি বাজারে আসতেই গান প্রিয় শ্রোতাদের মন কাড়তে সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন।