বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একটি বাড়িতে জঙ্গী অভিযানে শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহতের ঘটনার মামলার তদন্ত হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে নতুন আলামত সংগ্রহ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় জঙ্গিদের ভাড়া নেয়া সেই বাড়ি পরিদর্শনে তদন্ত দলকে নেতৃত্ব দেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার।
পরিদর্শনের সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিবিআই এর এডিশনাল ডিআইজি সাইদুর রহমান, এসএসপি মোস্তফা কামাল, আহসান হাবিব পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই শম্পা ইয়াসমিন, পুলিশ পরিদর্শক (পিবিআই) খন্দকার জহিরসহ নারায়ণগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
পরিদর্শন শেষে ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, গত ২৭ আগস্টের ঘটনায় দায়ের করা মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তদন্ত করছিল। কিন্তু পুলিশ হেড কোয়ার্টারের আইজিপির নির্দেশে তিনদিন আগে মামলাটির তদন্ত ভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দেয়া হয়েছে। এখন থেকে পিবিআই মামলাটির তদন্ত করবে। এই বাড়ি থেকে নতুন আলামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি জটিল মামলা। এই মামলা শেষ না হওয়া পর্যন্ত মালিককে এই ফ্ল্যালটি হস্তান্তর করা সম্ভব নয়।