বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেছেন, নারায়ণগঞ্জবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। ঢাকার মেয়র ইতিমধ্যে বৃক্ষ করতে ভালো উদ্যোগ নিয়েছেন। তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জবাসীকে বেশী করে গাছ লাগাতে উৎসাহিত করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা আহবান জানচ্ছি।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ২০১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ সহ অন্যান্যরা।
তিনি আরো বলেন, জঙ্গীবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। আর এ সমস্যা থেকে মুক্তির জন্য যুব সমাজ গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে একটি বড় বাগান তৈরি করার প্রস্তুতি নিয়েছি। যুব সমাজ ও জন প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা এ বছর নারায়ণগঞ্জ জেলায় পাঁচ লক্ষ বৃক্ষ রোপন করবো বলে আশা করছি।