বাংলাদেশের দায়িত্বরত দক্ষিণ কোরিয়ার সেরাজেমের ব্যবস্থাপনা পরিচালক জে কোয়ান সিন নারায়ণগঞ্জের সেরাজেম থেরাপী সেন্টার পরিদর্শন করেন।
সোমবার (২০ জানুয়ারী) সকালে শহরের মন্ডলপাড়া এলাকায় গণবিদ্যা স্কুল সংলগ্ন সেরাজেম থেরাপী সেন্টারে আসেন তিনি। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন ও নানা বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সেরাজেম সেন্টারের পরিচালক নেছার আহমেদ, সেন্টারের কর্মকর্তা শহিদুল ইসলাম, সায়মা আক্তার সহ প্রমুখ।
উল্লেখ্য, এই থেরাপী সেন্টারের প্রতিদিন শত শত রোগীদের নানা রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
Source:
এমএইচ