বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে শিক্ষার্থীসহ তিনজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ১২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট বেলায়েত হোসেনের আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ১৯ দিনের রিমান্ড আবেদন করে। এরপর শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জুনায়েদ আহমেদ পলকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আবুল হাসান ও সিদ্ধিরগঞ্জের শরীফ ও শিক্ষার্থী হাফেজ সোলাইমান নামে তিনজনকে গুলি করে হত্যা করা হয়। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশ আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রজনতার উপর হামলা চালিয়ে এ হত্যাকান্ড সংঘটিত করে৷ এ ছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরণ আইনের বিষয়টিও উল্লেখ করা হয়। এসব মামলায় পলককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১৯ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুনায়েদ আহমেদ পলকে জিজ্ঞেসাবাদে মামলার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে মনে করে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা।