বিজয় বার্তা ২৪ ডট কম
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১০ জুলাই ) সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার , আরোও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফজলুল হক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিশতি প্রমুখ ।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহনের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে । রাষ্ট্রের প্রয়োজনে এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কে মেনে নিতে হবে । বাংলাদেশ বিশ্বের মাঝে রোল মডেল তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । আর আমরা যারা সরকারি কর্মকর্তা আছি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়ন জনগণের কাছে পৌঁছিয়ে দিচ্ছি ।
আলোচনা সভা শেষে কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য সাত জন মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।