“ছিনতাইয়ের” অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এক যুবককে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গাছের ঝুলিয়ে পিটিয়েছে ‘ক্ষুদ্ধ’ জনতা।
বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের বি বি রোড থেকে ওই যুবককে ধরে এনে গাছের মারধর শুরু করে কয়েকজন যুবক। এসময় ছিনতাইয়ের বিষয়টি জানতে পেরে যুক্ত হয় উত্তেজিত জনতাও। শুরু করে নির্যাতন। এক পর্যায়ে অভিযুক্ত ছিনতাইকারী যুবককে দড়ি দিয়ে হাত বেঁধে গাছের সঙ্গে ঝুলানো হয়। বুধবার রাতে এমন দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
খবর নিয়ে জানা যায়, অভিযুক্ত ওই যুবকের নাম মোঃ রাকিব (২৭)। সে বরগুনার আমতলী থানাধীন আপরান গাসিয়া গ্রামের মৃত ফরিদের ছেলে। বর্তমানে সে ফতুল্লার মাসদাইর এলাকায় তারা মা মোসা. কল্পনা আক্তারের সাথে জৈনক বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় বুধবার বিকেলে। ছিনতাইকারী রাকিব (২৭) পথচারী এক মহিলার মোবাইল ফোন নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। এসময় সেই মহিলার ডাকচিৎকারে আশেপাশের লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের ভিতরে আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। এক পর্যায়ে চেম্বার অফ কমার্সের নিরাপত্তা কর্মীরা ছিনতাইকারী কে থানায় নিয়ে যায় এবং যাচাই বাছাই করে মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হয়।
স্থানীয়রা জানায়, তাদের কাছে আটক হওয়ার এই যুবকসহ আরো কয়েকজনের এই চক্রটি নগরীতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে যুক্ত। এরা প্রায়ই শহরের বিভিন্ন এলাকায় ছুরি ঠেকিয়ে মানুষের সর্বস্ব লুট করে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে তাকে শাস্তি দিতে গাছের সাথে ঝুলানো হয়েছে যেন সামনে এমন অপরাধ না করে।
থানায় নেয়ার পর ছিনতাইয়ে অভিযুক্ত রাকিবকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি নাছির উদ্দীন। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় রাকিবকে নির্যাতন না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিলো। এভাবে আইন হাতে তুলে নেয়া উচিত নয় বলে তিনি জানান। আমরা ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছি।