বিজয় বার্তা ২৪ ডট কম
নানা আয়োজনের মধ্য দিয়ে অয়ন ওসমানের পক্ষে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
রবিবার সকালে চাষাঢ়া বিজয় স্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সকালে শহরের ২ নং রেলগেইট এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করেছেন তারা। জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে অয়ন ওসমানের পক্ষে কোরআান খতম, রান্না করা খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এছাড়া জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে মসজিদে মসজিদে অসুস্থ অয়ন ওসমান ও তার পরিবারের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।