নাটোর,বিজয় বার্তা ২৪
নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন।
যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব ও আব্দুল মতিন ওরফে ইসমাইল। খালাসপ্রাপ্তরা হলেন- শহীদুল্লাহ ওরফে ফারুক, শফিউল্লাহ ওরফে তারিক।
এদের মধ্যে শহীদুল্লাহ অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত ও শফিউল্লাহ মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি।
এ ছাড়া এ মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান ও আব্দুল মতিন অপর একটি মামলায়ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ পেয়েছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাটোরের জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজার, বাসস্ট্যান্ড, ফিলিং স্টেশনসহ ৮ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) লিফলেট পাওয়া যায়।
এ ব্যাপারে নাটোর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।