নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা প্রয়াত ভাষা সৈনিক ও নারী সমাজের অগ্রদূত বেগম নাগিনা জোহা’র স্মরণে এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন সপ্তাহব্যাপী কর্মসূচী’র তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। তৃতীয় দিনের কর্মসূচী ওয়ার্ডের চৌরাপাড়াস্থ কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শহিদুল্যাহ। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন স্থানীয় সমাজ সেবক হাজী মোঃ আব্দুল হালিম,বাসেত সরদার,জাপা নেতা মনির হোসেন, কাউন্সিলর সচিব মোঃ আমির হোসেন,মোঃ খসরু মিয়া,মোঃ সালাউদ্দিন,মোঃ সুমন,মোঃ অপু,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহাজাদী ইয়াসমিন,রেহেনা আক্তার,খালেদা পারভিন,মোঃ আতাউর রহমান,মোঃ নাছির হোসেন,আশরাফুল ইসলাম,রেহেনা আক্তার। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সপ্লা বেগম,মোঃ ছায়েদ আলী,আয়েলা খাতুন,কানিজ ফাতেমা,কারিমা ইসলাম,সোহানা শহিদ,প্রিয়াংকা মিত্র,সুরাইয়া সুলতানা প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন চৌড়াপাড়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হজরত মাওলানা মোঃ ওবায়দুল্যাহ। বৃহষ্পতিবার বক্তারকান্দি হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বাদ জোহর প্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী,শিক্ষক-ষ্টাফসহ সকলের অংশগ্রহণে দোয়া ও উন্নতমানের খাবার পরিবেশণ,বৃহস্পতিবার বাদ জোহর নবীগঞ্জ ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের ৮২জন শিক্ষার্থী,শিক্ষক-ষ্টাফসহ সকলের অংশগ্রহণে দোয়ার মাহফিল পরে সকলের মাঝে উন্নত খাবার পরিবেশণ কর্মসূচীর সমাপণী দিন শুক্রবার ভোরবেলা হতে দিন ব্যাপী পবিত্র কোরআন,বাদ জুম্মা গরীবভোজ পরিশেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।