নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন বলেছেন,নাগিনা জোহা কেবল ওসমান ভ্রাতৃত্বদ্বয়ের মাতাই নন উনি আমাদের বাংলা ভাষার উৎস্য। নাগিনা জোহা মা জাতির অহংকার। বাংলাভাষা রক্ষায় তাঁর অনস্বীকার্য অবদানের সাক্ষর রয়েছে। রোববার নারায়ণগঞ্জের প্রয়াত ভাষা সৈনিক ও মহীয়ঁষী নারী বেগম নাগিনা জোহা’র স্মরণে এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনায় সপ্তাহব্যাপী কর্মসূচী’র প্রথম দিনে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসা গভর্নিং বডি’র পক্ষে আয়োজিত দোয়াপূর্বক সভায় সভাপতি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন আরো বলেন,নাগিনা জোহা এমন একজন মহীয়ঁষী নারী ছিলেন যার জন্ম আমাদেরকে গৌরবান্বিত করেছে। নাগিনা জোহা এমন একজন মাতা যিনি শুধু দিয়েই গেছেন। তাঁর সু-সন্তান আমার রাজনৈতিক গুরু প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানকেও তিনি গড়ে তুলেছিলেন মানুষের মতো মানুষ হিসেবে। এমন মায়ের আদর্শ ছিল বলেই মহান নেতা নাসিম ওসমান মানুষের সেবা ছাড়া আর কিছুই জানতেননা। নাসিম ওসমানের অকাল মৃত্যুতে আমরা ব্যাথিত তার জন্য আপনারা দোয়া করবেন তাকে যেন আল্লাহ বেহেস্ত নসীব করেন। রতœাগর্ভা মায়ের আরেক সন্তান বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান সে-ও মানুষকে ভালবাসা ছাড়া কিছুই বোঝেননা। মায়ের কাছ থেকে শিক্ষা নিয়েই মানুষের সুঃখে-দুঃখে পাশে থেকে তাদের খোঁজ-খবর নেন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন। অপর সন্তান একেএম শামীম ওসমানও ঠিক অনুরূপভাবেই মায়ের আদেশ পালণ করে যাচ্ছেন। ওসমান পরিবারের উত্তরসূরীরা যুগের পর যুগ এই মহীয়ঁষী নারী নাগিনা জোহার আদেশ নির্দেশ পালণ করে যাবে আর মানুষকে ভালবেসে যাবে এটাই স্বাভাবিক। ইতিহাস সাক্ষ্য দেয়,ওসমান ভ্রাতৃত্বদ্বয়ের মহান পিতা একেএম শামসুজ্জোহাও মানবসেবায় উদার মনোভাবী ছিলেন। ৫২’র ভাষা আন্দোলনে যখন একেএম শামসুজ্জোহা সাহেব গ্রেফতার হন সে সময় সেই পুরনো বাড়ি বাইতুল আমান বন্ধক রেখে তাকে জেল থেকে বের করে আনা হয়। পরে বিষয়টি জানতে পেরে বন্দরের আহাম্মদ জুট মিলের শ্রমিকরা ১টাকা করে দিয়ে সেই বাড়ি বন্ধকমুক্ত করে। মাদ্রাসার হলরুমে আয়োজিত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোজাম্মেল হোসেন সরাইল। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সাবেক কমিশনার মোঃ আফসার উদ্দিন,হাজী মোসলেম উদ্দিন,মোঃ হাবিব উদ্দিন,মোঃ মোসলেহ উদ্দিন নান্টু,মোঃ জামাল উদ্দিন, মোসাম্মৎ নাজমা বেগম,প্রভাষক মোঃ সোহরাব আলী,মোঃ মহসিন উদ্দিন,সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন,মোদাররেস মাওলানা বদরুল আলম,আরবী শিক্ষক মোঃ মোবারক উল্যাহ,মাওলানা শফিউল্যাহ,কাউন্সিলর সচিব মোঃ আমির হোসেন,মোঃ খসরু মিয়া,মোঃ কালুন,মোঃ আলী,২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মোক্তার হোসেন,মোঃ মনির হোসেন,মোঃ পাপ্পু,মোঃ লিটন মিয়া,আলী আহাম্মদ,মোঃ মনোয়ার হোসেন,আব্দুল কাদির,মোঃ সোনা মিয়া,মোঃ শরিফ মিয়া,মোঃ নেহাল মিয়া,মোঃ ফারিন,মোঃ অপু,মোঃ সুমন,মোঃ নাজমুল,মোঃ বাহাউদ্দিন ও ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম। এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহতারি অধ্যাপক মাওলানা মোঃ ওবায়দুল্লাহ। দোয়ার মাহফিলের পর পরই উপস্থিত শিক্ষকদের মাঝে নামাজের উপকরণ টুপি বিতরণ করেন। পরিশেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। সোমবার নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,মঙ্গলবার কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে দ্বিতীয় দিনের কর্মসূচী এবং বুধবার বক্তারকান্দি হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বাদ জোহর প্রতিষ্ঠানের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী,শিক্ষক-ষ্টাফসহ সকলের অংশগ্রহণে দোয়া ও উন্নতমানের খাবার পরিবেশণ,বৃহস্পতিবার বাদ জোহর নবীগঞ্জ ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের ৮২জন শিক্ষার্থী,শিক্ষক-ষ্টাফসহ সকলের অংশগ্রহণে দোয়ার মাহফিল পরে সকলের মাঝে উন্নত খাবার পরিবেশণ কর্মসূচীর সমাপণী দিন শুক্রবার ভোরবেলা হতে দিন ব্যাপী পবিত্র কোরআন,বাদ জুম্মা গরীবভোজ পরিশেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।