নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, আমার প্রান প্রিয় নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে আগামি ১ বছরের মধ্যে কাশিপুরের সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে। রাস্তার কোন সমস্যা থাকবে না। শামীম ওসমান যতদিন বেচে থাকবেন ততদিনই উন্নয়ন হবে। আর শামীম ওসমান উন্নয়নের রাজনীতি করেন বলে তার নির্বাচনি এলাকায় এতো উন্নয়ন হচ্ছে। যা বিগত এমপিরা করতে পারেনি। সোমবার সকালে কাশিপুর ঈদগাহ ও কবরস্থান হতে বাংলাবাজার ইব্রাহিম ব্রিজ পর্যন্ত আর সি সি রাস্তার ঢালাই কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন আজ আমি কোন রাজনৈতিক বক্তব্য দিবোনা আমি শুধু আপনাদের কাছে আজ (কাশিপুর তথা ফতুল্লা বাসী) একটি আবেদন করব আমাদের মা নাগিনা জোহার জন্য দোয়া চাইব আল্লাহ যেন এই মহসি নারীকে জান্নাত নসিব করেন। এছাড়া নাগিনা জোহার কাছে থেকে আমরা শিখেছি কি ভাবে মানুষকে ভালবাসতে হয়। আর দেশের মানুষকে কিভাবে সেবা করতে হয়। নাগিনা জোহা একজন মা হয়ে নারায়ণগঞ্জের মানুষকে যেভাবে নিজের সন্তানের মত ভাল বাসতেন তা আমরা কখনো ভুলতে পারবো না।
সাইফউল্লাহ বাদল আরো বলেন, জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি উন্নয়ন কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সিকদার, বীরমুক্তিযোদ্ধা হাসেম মিয়া, আওয়ামীলীগ নেতা এম এ সাত্তার, আল মামুন,যুবলীগ নেতা আমির হোসেন প্রমুখ।