নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা প্রয়াত ভাষা সৈনিক ও নারী সমাজের অগ্রদূত বেগম নাগিনা জোহা’র স্মরণে এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচী শুক্রবার সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাপণী দিনের কর্মসূচী ওয়ার্ডের নবীগঞ্জস্থ ঐতিহাসিক পবিত্র কদমরসুল দরগাহ শরীফে অনুষ্ঠিত হয়। দরগাহ শরীফে দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জুম্মা দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ পরিশেষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন স্থানীয় জাতীয় পার্টির নেতা মোঃ মনির হোসেন,কাউন্সিলরের ব্যাক্তিগত সচিব মোঃ আমির হোসেন,২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সাইদুজ্জামান শাকিল,মোঃ কালুন,মোঃ রায়হান শরীফ,আলী আহাম্মদ,মোঃ সালাউদ্দিন,আব্দুল কাদির,মোঃ অপু,মোঃ সুমন,মোঃ সুজন,মোঃ শফিউল্লাহ,মোঃ রায়হান,কদমরসুল দরগাহ শরীফ জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ মুকাদ্দেছ ভূইয়া প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন কদমরসুল দরগাহ শরীফ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মোঃ শরীফুল্লাহ শাহিন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যাক্তিবর্গের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।