নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ওসমান পরিবারের মহীয়ঁষী নারী ৫২’র ভাষা সৈনিক নাগিনা জোহা’র রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা বন্দরের বিভিন্ন মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদের নির্দেশে উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগিতায় ওই আয়োজন সম্পন্ন করা হয়। এরমধ্যে বন্দর ইউনিয়নের কুশিয়ারা,তিনগাঁও,কলাবাগ,ধামগড় ইউনিয়নের বাগে জান্নাত জামে মসজিদ,হালুয়াপাড়া,বাগদোবাড়ীয়া,কামতাল মালিভিটা,লাঙ্গলবন্দ,মদনপুর ইউনিয়নের চাঁনপুর,কেওঢালা,মুসাপুর ইউনিয়নের বারপাড়া,মিনার বাড়ি,কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী,জিওধরা,সাবদী,ফরাজীকান্দা,চুনাভূড়া ও ঘারমোড়াসহ বিভিন্ন মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে দোয়া অনুষ্ঠানে সম্পন্ন করায় এম এ রশীদ আয়োজকদের সাধূবাদ এবং কৃতজ্ঞাতা প্রকাশ করেন।