নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এর সভাপতি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মা নাগিনা জোহার রোগ মুক্তি কামনায় বিকেএমইএ ও চেম্বার অব কর্মাসের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার(০৬ মার্চ) বিকেল ৫টায় শহরে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের কনফারেন্সরুমে নাগিনা জোহার আশুরোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দোয়া প্রার্থনা করেন ফকিরটোলা জামে মসজিদের ইমাম মুফতি সিরাজুল ইসলাম মনির।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বিকেএমইএ পরিচালনা পর্ষদের পক্ষে পরিচালক ও এনসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, এনসিসিআই এর সহ-সভাপতি রাশেদ সরোয়ার, বিকেএমইএ পরিচালক শেখ হায়দার আলী পুতুল, মোঃ হুমায়ুন কবীর খান শিল্পী, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, বিকেএমইএ সাবেক পরিচালক আব্দুস ছোবহান মিয়া, জি. এম হায়দার আলী বাবলু, ফারুক বিন ইউসুফ পাপ্পু, গোলাম জাকারিয়া ভূইয়া এবং এনসিসিআই এর পরিচালক পরিতোষ কুমার সাহা উপস্থিত ছিলেন।