নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সদ্য প্রয়াত রত্নগর্ভা মাতা ভাষা সৈনিক নাগিনা জোহার রূহের মাগফিরাত কামনায় জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর জেলা পরিষদের মিলনায়নতনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই”র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম নজরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা ৭১’র চেতনামঞ্চের সভাপতি এম.এ রাসেল, মুক্তিযুদ্ধ কালিন কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা জাসদের সভাপতি আবু সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা মহর আলী সহ আরো অনেকে।
আব্দুল হাই বলেন, ষাটের দশকে আমরা যখন ছাত্র রাজনীতি করি শামসুজ্জোহা ভাই আমাদের অত্যান্ত স্নেহ করতেন।প্রয়াত নাগিনা জোহা আমাদের মায়ের মত স্নেহ করতেন। তিনি ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি তার ৩ সন্তানদের সু সন্তান হিসেবে গড়ে তুলেছেন। বর্তমানে তার ছেলে শামীম ওসমান ও সেলিম ওসমান সাংসদ। তার বড় ছেলে নাসিম ওসমানও সাংসদ থাকা অবস্থায় মৃত্যুবরন করেন।তিনি আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। আমরা তার আত্মার শান্তির জন্য আল্লাহ দরবারে দোয়া করবো।
এছাড়া দোয়া মাহফিলে ভাষা সৈনিক নাগিনা জোহার আত্মার মাগফিরাত কামনা সহ তার পরিবার ও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করা হয়।