বিজয় বার্তা ২৪ ডেস্ক
ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এড. আবুল কালাম
শোক বার্তায় এড.আবুল কালাম বলেন, ভাষা সৈনিক নাগিনা জোহা একজন বিদূষী নারী। পর্দার অন্তরালে থেকেও তিনি বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের কালের সাক্ষী ছিলেন।
তিনি ১৯৫১ সালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সন্তান রাজনীতিবিদ এ কে এম শামছুজ্জোহার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। স্বামীর বাড়িতে নতুন বউ হিসেবে এসেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন।
এড. আবুল কালাম তার প্রেরীত শোক বার্তায় মরুহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তারা যেন এ শোক সইতে পারেন সে জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করেন।