নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সদ্য প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. হোসনে আরা বেগম বাবলী’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের ২নং রেইল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. হোসনে আরা বেগম বাবলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ শিরিন বেগম, মহানগর মহিলা লীগের সভাপতি কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক নূর জাহান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাউন্সিলর রেহেনা পারভিন, জেলা মহিলা আইজীবী সমিতির সভাপতি সেলিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নাসিমা বেগম, মহিলা মুক্তিযোদ্ধা মঞ্জু আক্তার সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মহীয়ষী নারী ভাষা সৈনিক নাগিনা জোহা’র রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে প্রাণ খুলে দোয়া চা্ওয়া হয় তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব হয়।