নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের মাতা নাগিনা জোহা’র মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন নারায়ণগঞ্জ জলো জাতীয় র্পাটরি আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহরেসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। প্রেরিত এক বার্তায় আবুল জাহরে উল্লেখ করেন,নাগিনা জোহা ছিলেন নারায়ণগঞ্জবাসীর অহংকার। তাঁর অনাকাংখিত বিয়োগ কোনদিনই পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে জেলাবাসী একজন মহীয়ঁষী ভাষা সৈনিককে হারালো। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।