নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সাংসদ ভ্রাতৃত্বদ্বয়ের মাতা,প্রয়াত ভাষা সৈনিক ও মহীয়ঁষী নারী নাগিনা জোহা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বন্দরের ১৯ নং ওয়ার্ডে দোয়ার উদ্যোগ গ্রহণ করেছে মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও বর্তমান সভাপতি মোহাম্মদ সুমন। শুক্রবার বাদ জুম্মা প্রতিটি মসজিদে একযোগে এ দোয়া অনুষ্ঠিত হবে। প্রেরিত এক বার্তায় তারা উল্লেখ করেন,সরহুমা নাগিনা জোহা ছিলেন নারায়ণগঞ্জবাসী’র মহান অভিভাবক। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা নারায়ণগঞ্জ আজ শোকের নগরীতে পরিণত হয়ে উঠেছে। তাঁর বিয়োগে আমরা ব্যাথিত,মর্মাহত এবং শোকাভিভুত। আমরা তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।