বিজয় বার্তা ২৪ ডট কম
‘‘নারায়ণগঞ্জ সাব-এডিটর ফোরাম’’ ২০১৬-ইংএর নয়া পরিষদ অবশেষে গঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় শহরের সেন্ট্রাল চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ফোরামের এই ৩য় পরিষদ গঠিত হয়। এতে তৃতীয় বারের মত সভাপতি মনোনীত হন আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু এবং পরপর দুইবার দায়িত্ব পালনকারী সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু’র উত্থাপিত প্রস্তাবে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে মনোনীত হন সংবাদ নারায়ণগঞ্জ.কম এর এডিটর ইন চীফ সাইফুল্লাহ্ মাহ্মুদ টিটু।
নবগঠিত কমিটিতে অন্যানের মধ্যে মনোনীত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি আশরাফ রানা (বার্তা সম্পাদক, দৈনিক ইয়াদ), সহ-সভাপতি এ এস এম এনামূল হক প্রিন্স (সহ-সম্পাদক দৈনিক আজকের জন্মভূমি), সুলতান মাহমুদ (ব্যবস্থপনা সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ গোলাম সবুজ (সহ-সম্পাদক, দৈনিক ভোরের কথা) ও মোজাম্মেল হোসেন লিটন (প্রধান বার্তা সম্পাদক, দৈনিক অগ্রবানী প্রতিদিন), অর্থ সম্পাদক নজরুল ইসলাম সরকার নয়ন (সহ-সম্পাদক, দৈনিক বিজনেস ফাইল), সাংগঠানক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন (সহ-সম্পাদক, দৈনিক দেশের আলো), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহ্ বিপু, (আইন বিষয়ক সম্পাদক, দৈনিক অগ্রবানী প্রতিদিন), প্রচার সম্পাদক মোঃ আনোয়ারুল হক (ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলা ফাষ্ট নিউজ.কম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর ডালিম (সাহিত্য বিষয়ক সম্পাদক, দৈনিক ডান্ডিবার্তা)। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন সাব্বির আহমেদ সেন্টু (সম্পাদক, দৈনিক বিজয়), শহীদুল্লাহ্ শিশির (সহ-সম্পাদক, সাপ্তাহিক মুক্ত আওয়াজ), ইউ কে দাস (সহ-সম্পাদক, দৈনিক আজকের জন্মভূমি), মোঃ হাবিবুর রহমান মামুন (বার্তা সম্পাদক, দৈনিক খবরের পাতা, অনলাইন বিভাগ) প্রমূখ।