বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রেল ষ্টেশন উচ্ছেদের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ‘নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি’। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার হাতে ওই স্মারকলিপি প্রদান করা হয়। নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাড. এ বি সিদ্দিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. সানোয়ার তালুকদারসহ কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, বৃটিশ ভারতে বিশেষ উন্নয়নধর্মী পদক্ষেপ নারায়ণগঞ্জ রেল ষ্টেশনে এক সময়ে নারায়ণগঞ্জকে ‘প্রাচ্যের ডান্ডি’ খ্যাতি প্রাপ্তিতে বিশেষ অবদান রেখেছিল। সারা ভারতের ট্রেন সার্ভিস এখান থেকে শুরু হতো। একে কেন্দ্র করে নারায়ণগঞ্জ নদী বন্দর গড়ে উঠেলিল যার অর্থ নৈতিক প্রভাব নারায়ণগঞ্জকে উচ্চ আসনে বসিয়েছিল। অথচ, রেল লাইন নারায়ণগঞ্জকে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ ‘অজুহাত’ দিয়ে এটি উচ্ছেদ করার প্রস্তাবে ‘অসত্য ও জনবিচ্ছিন্ন’। প্রকৃত কারন প্রশাসনিক অব্যবস্থাপনা। যানজট নিয়ে আমার অনেক দিন থেকে আন্দোলনসহ পর্যবেক্ষন করে আসছি। নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির দাবি, চাষাড়া গোল চত্বরের চারদিকে বৈধ-অবৈধ সমস্ত প্রকারের পরিবহনের অবস্থানসহ ফুটপাত দখল এবং অতিসন্নিকটে প্রায় রাস্তার উপর জেলা পরিষদের ডাক বাংলা এবং পুলিশ ফাঁড়ির অবস্থান। এই ডাক বাংলা ও পুলিশ ফাড়ির আংশিক সরিয়ে ফেলে রাস্তা প্রশন্ত করার দীর্ঘ আন্দোলন ও বৈঠক করেও এখন পর্যন্ত কোন সুরাহা হয় নাই। এছাড়াও কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে চাষাড়ার অদুরে স্থানান্তর, শহরে আন্ত:জেলা বাস প্রবেশ নিষিদ্ধ ও ট্রাক রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের অভ্যন্তরে প্রবেশ সীমিত রাখলে যানজট অনেক আংশে থাকবে না। তাই বিষয় গুলো বিবেচনা করে অতি দ্রুত নারায়ণগঞ্জ রেল ষ্টেশন উচ্ছেদের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান নারায়ণগঞ্জ ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি।