বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ যুবলীগের মধ্যে বিভাজন ভেঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ।
শনিবার (১১ নভেম্বর) সকালে ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জলের আয়োজনে, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন । আইভী বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। কিন্তু এই সংগঠনের মধ্যেও বিভাজন রয়েছে। কে জেলার নেতা কে মহানগরের সেটা না দেখে আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনতে হবে । আর এই উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নৌকা উপহার দেবার জন্য আমরা সকলেই কাজ করে যাবো।
আলোচনা সভা শেষে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।