নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
মঙ্গলবার বিকেলে ফতুল্লা চাঁদমারি এলাকায় নারায়ণগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের নতুন স্থায়ী জায়গার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নারায়ণগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।
এসময় অ্যাড. আবু হাসনাত মো: শহীদ বাদল বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অবৈধভাবে রাজউকের জায়গা দখল করে এই স্ট্যান্ডের লিজ দিয়েছিলো। যা পরবর্তীতে রাজউক নিজেদের জায়গা বুঝে নেয়। সিটি কর্পোরেশনের অনৈতিক কাজের কারনে দীর্ঘ কয়েকমাস ভূমিহীন ছিল স্ট্যান্ডের গাড়িগুলো। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের সহযোগীতায় প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের জন্য এ স্থানটি স্থায়ীভাবে নির্ধারন করে দেন। আপনারা এমন কাজ করবেন না যাতে সাংসদ শামীম ওসমানের নাম ক্ষুন্ন হয়। এই স্থানে যাতে মাদক ব্যবসায়ী্, সন্ত্রাস ও চাঁদাবাজরা না ঢুকে। আর যদি মাদক, সন্ত্রাসীদের পাওয়া যায় তাহলে আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না। শামীম ভাইয়ের সম্মান আপনার ধরে রাখবেন। স্ট্যান্ডের মালিক ও শ্রমিকবৃন্দ যে কোন সমস্যা সমাধানে আমাদের শামীম ওসমান ভাইকে জানাবেন। তিনিই আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবেন।
বক্তব্য শেষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদল সহ নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধন করেন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান স্ট্যান্ডের উদ্বোধনের করার কথা থাকলেও তিনি তার মা নগিনা জোহার অসুস্থ্যতার কারনে আসতে পারেনি। শামীম ওসমানের পক্ষ থেকে নেতৃবৃ্ন্দরা উদ্বোধন করেন এবং তার মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।