নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ বিএনপি’র নেতাকর্মীদের অভিমতে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের হাতকে দূর্বল করতে এবার নয়া মিশনে নেমেছেন তৈমূর পন্থিরা।
নারায়ণগঞ্জ বিএনপি’র বিশ্বস্ত সুত্রে জানা গেছে, জাকির খান পন্থি নারায়ণগঞ্জ মহানগর ও থানা মৎস্যজীবী দলের ধারাবাহিক সফলতায় অনেকটা আতঙ্কগ্রস্থ জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার ও তার ছোট ভাই মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শুধু তাই নয় জাকির খান বাহিরে থাকা অবস্থায় আজো দেশে তার যে জনপ্রিয়তা তাতে তারা মহা চিন্তিত। তাদের ভয় হচ্ছে, যেভাবে জাকির খান এগিয়ে যাচ্ছে তাতে আগামীতে জেলা বা মহানগর বিএনপি কিংবা অঙ্গসংগঠনের কোন সদস্য পদও তাদের জন্য খোলা থাকবেনা। তাদের চরম ব্যর্থতায় আজ ভেঙ্গে চূড়ে চুরমার হওয়া বিএনপি জাকির খানের নেতৃত্বে আবারো ঘুরে দাড়াতে শুরু করেছে। এতে বিএনপির সকল কর্মীদের মাঝে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং অধির ভবিষতে তাদের নাম নিশানা বিএনপি থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্তমানে তাদের প্রধান টার্গেট হয়ে দাড়িয়েছে জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জাকির খান। এমনটাই দাবী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ বিএনপি’র একাধীক নেতাকর্মী।
তারা বলেন, জাকির খান দেশে ফিরে শক্তহাতে জেলা বিএনপির হাল ধরুক তারা সেটা চায় না। কারন জাকির খান আসলে তাদের পরিবারতন্ত্র রাজনীতি বন্ধ হবে। বন্ধ হবে তাদের পদ পদবীর বানিজ্য সহ নানা অনিয়ম। তাই সেই থেকেই একটির পর একটি ষরযন্ত্র করে যাচ্ছে তারা দু’ভাই।
তারা আরো বলেন, বর্তমানে জাকির খানের বিরুদ্ধে শুধুমাত্র সাব্বির আলম হত্যা মামলা ছাড়া আর কোন মামলা নাই। সব মামলা থেকে জাকির খান অব্যাহতি পেয়েছেন । সুতরাং একমাত্র সাব্বির হত্যা মামলায় জাকির খান আজ দেশের বাহিরে অবস্থান করছে। অথচ এই মামলা থেকে অনেককেই অব্যাহতি দিলেও জাকির খানের নাম আজো রাখা হয়েছে। এটা জাকির খানের বিরুদ্ধে ষরযন্ত্র ছাড়া আর কিছুই নয়। শুধু এখানেই শেষ নয়, জাকির খানের জনপ্রিয়তাকে দূর্বল করতে প্রতিনিয়ত তারা দু’ভাই মিলে নতুন নতুন ষরযন্ত্র লিপ্ত হচ্ছেন। পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন সহ জাকির খান সর্মথকদের নানা পদ পদবী ও আর্থিক প্রলভোন দেখানো হচ্ছে। সম্প্রতি জাকির খানের বেশ কয়েকজন বিশ্বস্ত কর্মীদের তৈমূর ও খোরশেদের পক্ষ থেকে চাইনিজে ডিনার ও আলোচনার আমন্ত্রন জানানো হয়েছে। কিন্তু কর্মীরা সেই আমন্ত্রন প্রত্যাখান করেছেন বলে জানাগেছে।
এ বিষয়ে জাকির খানের বিশ্বস্ত কয়েকজন কর্মীদের সাথে কথা বললে তারা এই প্রতিনিধিকে বলেন, আমরা কোন ভীতুর রাজনীতি করিনা। আমরা জাকির খানের সৈনিক, জাকির খানের সৈনিক কোন বেঈমানী করেনা। আমরা জাকির খানের সাথে ছিলাম আছি এবং থাকবো। এবং এই নেতার পাশে থেকেই সকল ষরযন্ত্র প্রতিহত করবো। আমরা জাকির খানের মিথা মামলা প্রত্যাহারের জন্য আবারো জোর দাবী জানাচ্ছি। কারন দলের স্বার্থে জাকির খানকে দেশে ফিরিয়ে আনা জরুরী।