নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ শীতল চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি আফরোজা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরীর সহ-ধর্মী ইঞ্জিনিয়ার ফয়সাল ও বিশিষ্ট সমাজ সেবক মো: বজলুর রশিদ সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশুতোশ কুমার সাহা, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল সাঈদ, ধর্মীয় শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক মতিউর রহমান সহ বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা আক্তার চৌধুরী বলেন, মাত্র একটি দিন পরেই তোমাদের পরীক্ষা। এ সময় অতিরিক্ত পড়ার চাপ নেবে না। পরীক্ষার প্রস্তুতি নেয়ার সময় এখন আর নেই। এখন নিজেদের মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে প্রবেশ করবে। আর মনে রাখবে, পরীক্ষার হলে তোমাদের আচরনে কেউ যেন খারাপ মন্তব্য করতে না পারে।
সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা বিদায়ী এস.এস.সি পরীক্ষার্থীদের প্রতি মঙ্গল কামনা করে তাদের পরীক্ষার বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।