বিজয় বার্তা ২৪ ডট কম
জেল হত্যা দিবস ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে বৃহষ্পতিবার বিকেল ৫ টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামলীগের সহ সভাপতি গোপী নাথ দাস, রোকন উদ্দিন, রবিউল হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, আওয়ামীলীগ নেতা মো. কবির, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ সভাপতি আলী আকবর, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম, মহানগর ছাত্রলীগের আহ্ববায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ীমীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আব্দুল হাই বলেন, শোকাবহ জাতীয় জেলহত্যা দিবস মানব সভ্যতার ইতিহাসে রক্তঝরা, বেদনাবিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় একটি দিন। গত ৪১ বছর পূর্বে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয় । বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তার পিতার ও জাতীয় চার নেতা হত্যাকারীদের ফাঁসি দিয়েছে। বাকীদেরকেও বিদেশ থেকে দেশে এনে বিচার করা হবে। বর্তমান শেখ হাসিনার সরকার এদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ যাচ্ছেন। আমাদের সবাইকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে এদেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।