নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের ফতুল্লা সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার ভোর ৫ টায় ৬৬৮০০ পিছ ইয়াবাসহ ফোরকান (২১), শাহজাহান (২৫) ও হারুণ (৩৪) নামে তিনজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, চট্রগ্রামের জেলার সাতকানিয়া থানার গ্যারাঙ্গিয়া এলাকার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভী বাজার এলাকার শাহ আলমের ছেলে শাহ জাহান (২৫) ও উত্তর নয়াপাড়ার কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১)। এসময় তাদের সাথে থাকা বহনকারী সিএনজি চালক আইনুল হক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল বাড়ি এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্য্যালয়ে আজ সকাল ১০ টায় এক প্রেস বিফ্রিং এ জানানো হয়, শুক্রবার ভোর ৫ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড চেকপোস্টে উিউটি অফিসার এসআই আসাদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে একটি সিএনজি (নারায়ণগঞ্জ-খ -১১-৬২৬১) কে সিগন্যাল দিয়ে থামায়। পরবর্তীতে মোবাইল ২২ এর এসআই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তল্লাশী করে কার্টুনের মধ্যে থেকে ৬৬৮০০ পিছ ইয়াবা উদ্ধার করে এবং ফোরকান উদ্দিন নামে একজনকে ও তার সাথে সিএনজি ড্রাইভারকে আটক করেন। অতপর আটক ব্যক্তিকে জিঙ্গাসাবাদের মাধ্যমে জানা যায় ঝালকুড়ি এলাকার জনৈক ব্যক্তির কাছে পৌছে দেওয়ার জন্য চালানটি বৃহষ্পতিবার রাত ১১ টায় চট্রগ্রাম থেকে সৌদিয়া পরিবহন যোগে সাইনবোর্ডে আসে। পরে আকটকৃত ব্যক্তিকে নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভী বাজার এলাকার শাহ আলমের ছেলে শাহ জাহান (২৫) ও উত্তর নয়াপাড়ার কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) কে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা বহনকারী সিএনজি চালক আইনুল হক কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল বাড়ি এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।