বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের হলরুমে নারায়ণগঞ্জ গার্লস অফ নারায়ণগঞ্জ গ্রুপের ৩ দিন ব্যাপি ঈদ মেলার উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল। এসময় উপস্থিত ছিলেন গার্লস অব নারায়ণগঞ্জ সম্বনায়ক কাজী সায়াতাজ মুনমুন, রুবাইয়া জুলকার প্রমুখ।খালেদ হায়দার খান কাজল বলেন, তরুণ নারীদের পাশাপাশি অন্যরাও যদি এমন কর্মকান্ডে এগিয়ে আসে তাহলে আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। আমরা চাই দেশ উন্নয়নের পাশাপাশি সকল বয়সী নারীরা তাদের কর্মকান্ডের মধ্যদিয়ে এগিয়ে যাক।
এসময় কাজী সায়াতাজ মুনমুন বলেন, নারায়ণগঞ্জে এই প্রথম এই মেলার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পেলে সামনে আরো বড় ধরনের আয়োজন করতে পারবো বলে আশা করি।১৬ মে থেকে নারায়ণগঞ্জে শুরু হওয়া এই মেলায় ১৮ টি স্টালে থাকছে বিভিন্ন পোশাক, খাবার। মেলা চলবে ১৮ মে পর্যন্ত ।