বিজয় বার্তা ২৪ ডট কম
শিশু মৃত্যুর হার কমাতে আগামী ১০ ডিসেম্বর নারায়নগঞ্জে স্থায়ী-অস্থায়ী মোট ১হাজার ১শ’ ১৫টি টিকা দান কেন্দ্রে শিশুদের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭হাজার ৭শ’ ৭৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫ হাজার ৪৮৪ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্যে সিটি করপোরেশন ব্যাতিত স্থায়ী- অস্থায়ী টিকাদান কেন্দ্র ১হাজার ৫৬টি, অতিরিক্ত কেন্দ্র ৪৪টি এবং ভ্রাম্যমান কেন্দ্র ১৫টিসহ মোট ১১১৫ টি কেন্দ্রে ৩হাজার ৩৪৫জন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মী,শিক্ষক ও স্বেচ্ছাসেবক সেবাদানে নিয়োজিত থাকবেন।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে নারায়নগঞ্জ জেলা সিভিল সার্জন আশুতোষ দাস প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। উক্ত কর্মসূচী সফল করতে ইতিমধ্যে প্রতি কেন্দ্রের জন্যে ৩ জন করে প্রতি ওয়ার্ডে ২৪ জন করে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন করা হয়েছে। আর প্রচারের জন্যে মাইকিংসহ লিফলেট বিতরন,বিভিন্ন তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শণ করে জনগনকে অবহিত করা হচ্ছে এবং জুম্মা বারে মসজিদের ইমামদের মাধ্যমেও প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বশিরউদ্দিন,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ,জেলা ইপিআই তত্ত্বাবধায়ক লুৎফর রহমান, সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা আমিনুল হক প্রমুখ।