বিজয় বার্তা ২৪ ডট কম
স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের নেতৃবৃন্দের নিয়ে কেক কাটা ও র্যালী এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।
বুধবার সকাল ১১ টায় দুই নং রেল গেইট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক মিজান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকন, প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন।
এ্ছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, মহানগর ছাত্রলীগের আহবায়ক ও সরকারি তোলারাম কলেজের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা উপজেলার ও বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মী বৃন্দ ।
নাজমুল আলম সজল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ বাইশ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । আমরা নারায়ণগঞ্জ মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সকল নেতৃবৃন্দদের নিয়ে বাইশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি । তৃণমূল থেকে রাজনীতি করে আজ আমি মহানগর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি । নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবকলীগ কাজ করছি ।আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগ থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন কে মনোনীত করা হয়েছে । আমরা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ার হোসেন কে মেয়র হিসাবে দেখতে চাই । আনোয়ার হোসেন ৪৫ বছর যাবত নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ তৃণমূলের নেতা কর্মীদের জন্য কাজ করেছেন । বিনিময়ে কোন কিছুই নিজের জন্য করেনি । আওয়ামীলীগ এর বিগত দিনের সময় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ পরিবার কে ছায়ার মত ধরে রেখেছেন । যারা আওয়ামীলীগ এর দুর দিনে নেতৃবৃন্দের কোন খোঁজ খবর নেন নি । আজ দল ক্ষমতার আসার তাদের মূল্যায়ন করেন না তৃণমূলদের । গত নির্বাচনে আওয়ামীলীগ তৃণমূল নেতৃবৃন্দ কাজ করেছেন মেয়র আইভীর হয়ে । কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তৃণমূল নেতৃবৃন্দকে কোন মূল্যায়ন করেন নাই । আওয়ামীলীগ এর নাম দিয়ে চলেন মেয়র আইভী কিন্তু আওয়ামীলীগ এর কোন নেতৃবৃন্দ কে তিনি মূল্যায়ন করেন নি । আমরা যখন চার দলীয় জোটের জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি তখন তিনি তাদের বিরুদ্ধে কোন আন্দোলন সংগ্রাম করতে আমাদের তথা আওয়ামী লীগের সাথে আসেন নাই । বরং বিভিন্ন গোষ্ঠী সাথে মিলে মিশে আমাদের নেতা শামীম ওসমান কে গালমন্দ করেন । তাকে আওয়ামীলীগ মহানগর এর সহ সভাপতি করা হয় তিনি তা গ্রহণ করে নাই । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সকল কাজের বরাদ্দ দিয়েছেন নিজের কিছু সাংবাদিক ও লোকজন কে । আইভী মেয়র হয়ে তৃণমূল নেতৃবৃন্দ কে কিছুই করেনি । আগামী নির্বাচনে আমরা এই সব নাম ধারী কোন নেতা কে সিটি কর্পোরেশন নির্বাচনে দেখতে চাই না । তাই আমাদের তৃণমূল আওয়ামীলীগ থেকে আমরা তেগি নেতা আনোয়ার হোসেন কে মনোনীত করেছেন আনোয়ার হোসেন এর শিষ্য নারায়ণগঞ্জ তৃণমূল নেতৃবৃন্দুর নেতা শামীম ওসমান । তিনি তার গুরু কে এই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে গুরু দক্ষিণা দেন । আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সকল নেতৃবৃন্দ আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন কে নির্বাচিত করবো।
সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ এর বাইশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি র্যালী বের করেন ।
র্যালীটি আওয়ামীলীগ এর কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কে হয়ে আবারও আওয়ামীলীগ এর কার্যালয়ে এসে রেলীটি সমাপ্ত করেন ।