বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ বিভাগের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে তালা দিয়ে বন্ধ ঘোষনা ও ২টিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর ও বন্দর উপজেলায় সিভিল সার্জন মুশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে ৩টি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক প্রদান করেছে স্বাস্থ বিভাগ।
বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো, নারায়ণগঞ্জের খানপুর এলাকার মেডি এইড ডায়াগনষ্টিক সেন্টার, আহিল ডায়াগনষ্টিক সেন্টার, আয়েশা জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব ও ইমন ডায়াগনষ্টিক সেন্টার। বন্দরের ময়না জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্ট্রিক সেন্টার ও ডিজিল্যাব ডায়াগনস্ট্রিক এন্ড কনসালটেশন সেন্টার। এই দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে নিয়মিত অভিযানের আলোকে শহরের খানপুর সেন্ট্রাল জেনারেল হাসপাতাল, গ্যাস্ট্রোলিভ ডায়াগনস্টিক সেন্টার ও বন্দর উপজেলার নবীগঞ্জ কদম রসুল ডায়াগনষ্টিক সেন্টারকে কাগজপত্র সঠিক করার জন্য ৪৮ ঘন্টার নিষেজ্ঞাতা দিয়েছে স্বাস্থ বিভাগ। না হলে বন্ধ করে দেওয়া হবে বলে জানায় সিভিল সার্জন।
অভিযানের বিষয়ে নারাণগঞ্জ সিভিল সার্জন ডা. এফ এম মুশিউর রহমান জানান, অনিবন্ধনতীত ও লাইসেন্সহীন কোন ডায়াগনষ্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল চলতে দেওয়া হবেনা। সে বিষয়ে আমাদের নতুন স্বাস্থমন্ত্রী জিরো টলারেন্স দেখিয়েছেন। শুধু তাই নয় এই প্রতিষ্ঠানগুলো যাতে তাদের মান সঠিক রাখে সে বিষয়ে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ১১ টি প্রতিষ্ঠানকে তালিকা করে বন্ধের নির্দেশ দিয়েছিলাম।
তিনি আরো বলেন, নির্দেশ পালন করা হচ্ছে কিনা এবং প্রতিষ্ঠান বন্ধ করেছে কিনা সেজন্য আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আজ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে তালা দিয়ে বন্ধ ঘোষনা করেছি এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩টি প্রতিষ্ঠানকে সতর্ক করে কঠোর নির্দেশনা দিয়েছি।সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসাপাতাল ৬টি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে যতক্ষন পর্যন্ত ১টি অবৈধ ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক থাকবে ততক্ষন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।