বিজয় বার্তা ২৪ ডট কম
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত এক মানব বন্ধন কমসূচি অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষী চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অঞ্জুমারা আকসীর, সহ সভাপতি তিনা আহমেদ, মজুশ্রী নিউদী , নিগাল এড এর সম্পাদক শাহানারা বেগম, আন্দোলন সম্পাদক সুভা সাহা প্রশিক্ষণ সম্পাদক তরিতা দাস প্রমুখ ।
সভাপতির বক্তব্যে লক্ষী চক্রবর্তী বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ আজ আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে । শুলশান ও শোলাকিয়া ঈদগাহে সামনে তারা মমান্তিক জঙ্গি হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করে। জঙ্গী গোষ্ঠীরা আজ বিভিন্ন মন্দির পুরোহিতদের হত্যা করছে। মসজিদের ইমামদেরকে আজ তারা হত্যা করেছে। সন্ত্রাস ও জঙ্গীবাদরা এদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে তাদেরকে জঙ্গীবাদের সৃষ্টি করেও তাদেরকে এই সব গুপ্ত হামলা চালাচ্ছে। তাই প্রতিটি পরিবারকে আমাদের সন্তানদের দিকে বিশেষ নজর রাখতে হবে। আমরা যদি পরিবারের সদস্যরা আমাদের ছেলে মেয়েদের খোঁজ খবর রাখি তাহলে তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কার্যকলাপের দিয়ে অগ্রসর হতে পারবে না। তাই আমরা নারায়ণগঞ্জ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধনের মাধ্যমে সকল মাদের অনুরোধ করছি তারা যেন তাদের সন্তানদের খোঁজ খবর রাখেন এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।