বিজয় বার্তা ২৪ ডট কম
“২৫ শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস চাই” শ্লোগানে ও গণহত্যার যুদ্ধ দলিল বই শিক্ষার্থীদের মাঝে বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
রবিবার ( ২৫ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধ দলিল প্রকল্প নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ও জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগীতায় শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।
এসময় চন্দন শীল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল । কিন্তু পাকিস্তানী দোষেরা যারা বাংলাদেশের স্বাধীনতা কে মেনে নিতে পারিনি সেই চক্র ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সহ পরিবারে হত্যা করে । এই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কে মুছে ফেলতে চেয়েছিল । কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অক্লান্ত চেষ্টায় আমরা জাতির পিতা সহ জাতীয় চার নেতা ও যুদ্ধাপরাধীদের বিচার পেয়েছি । যুদ্ধ দলিল গণহত্যায় বইটি বের করে বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আমি সবাইকে ধন্যবাদ জানাই । কারন এটি একটি মহত কাজ দেশের জন্য ।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫ শে মার্চ পাকহানাদার বাহিনী আমাদের নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালায় । মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উজ্জিবিত বাঙ্গালীদেরকে দমিয়ে রাখার জন্য এই গণহত্যা চালায় । বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এদেশের আমাদের অধিকার ও ন্যায় দাবির জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম । তিনি আরো বলেন, জাতির পিতাকে হত্যা করে ১৯৭৫ সালে পর সেই পাকিস্তানি দোষরেরা যারা এখনো ও এদেশের রাজনীতি করছে এটি আমাদের জন্য লজ্জা । কারন যারা ৭১ সালে আমাদের মা বোনদের ইজ্জত ও ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে তারা আজ সমান তালে রাজনীতি করছে । তাই এইগুলো আমাদের বর্তমান প্রজন্মকে জানতে হবে । কারা স্বাধীনতা স্বপক্ষের শক্তি আর কারা স্বাধীনতা বিরোধী শক্তি । আমাদের নতুন প্রজন্মকে দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু অমল কান্তি সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, যুদ্ধ দলিল প্রকল্প জেলার কো-অর্ডিটের ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, যুদ্ধ দলিল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ও ঢাকার কো-অর্ডিনেটর বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু , নাট্যকার ফাহিম ভূঁইয়া, নাট্য নির্দেশক রনক রিপন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, জয় বাংলা ক্লাবের সভাপতি মাহফুজ হোসেন জিশাদ, ওয়াদ্রিব, মিলন, সৈয়দ রনি, কবির হোসেন, সায়েক, সায়েম, হাসান সহ আরো অনেকে।
পরে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে যুদ্ধ দলিল বইটি বিতরন করা হয় ।