নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূমিকা ও উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। নারায়ণগঞ্জের বর্তমান উন্নয়নের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নাসিম ওসমানের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য সেলিম ওসমানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সভায় উপস্থিত সেলিম ওসমান সহ সকলকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, নারায়ণগঞ্জ নিয়ে নাসিম ওসমানের পাশাপাশি আমারও স্বপ্ন। সেলিম ওসমান সেই স্বপ্ন গুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ উন্নয়ন কাজের জন্য যদি আমার কোন সহযোগীতার প্রয়োজন হয় তবে আমি সব ধরনের সহযোগীতা করতে প্রস্তুত আছি।
মঙ্গলবার ৪ মে সকাল ১১টায় ঢাকার বনানী এলাকায় অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর বাস ভবন প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা শীর্ষ নেতাদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ে বিরোধ নিরসন নিয়ে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ে আজকে যে মিলন হয়েছে এতে করে নারায়ণগঞ্জ সহ সারাদেশে জাতীয় পার্টির আরও শক্তিশালী হয়ে উঠবে।
এ সময় দলটির চেয়ারম্যান নাসিম ওসমানের মত নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দায়িত্ব সেলিম ওসমানকে নেওয়ার আহবান জানান। এরশাদের আহবানের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, এতোদিন যারা নারায়ণগঞ্জে জাতীয় পার্টিকে নেতৃত্ব দিয়েছেন তারাই দলের নেতৃত্ব দিবেন। এই মুহুর্তে দলের গুরুত্বপূর্ন পদে যাওয়ার মত সময় এখনও হয়নি। নারায়ণগঞ্জের জনগনের কাছে আমি প্রতিশ্র“তিবদ্ধ। জনগনকে সাথে নিয়ে আমি নাসিম ওসমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং আমার দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন করার পরই আমি রাজনীতিতে সক্রিয় হবো। তবে জাতীয় পার্টির সকল কর্মসূচীতে সর্বাত্মক সহযোগীতা করবেন বলে দলীয় চেয়ারম্যানকে আশ্বস্ত করেন সেলিম ওসমান।
সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করে সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের জনগনকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ন পরিবেশ ফিরিয়ে আনা যাচ্ছে। নারায়ণগঞ্জে শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করার প্রয়োজন রয়েছে। দল মতের উর্ধে এসে জনগন এবং সকল দলের মানুষকে সাথে নিয়ে এ উন্নয়ন কর্মকান্ড গুলো বাস্তবায়ন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান সেলিম ওসমান।
সেলিম ওসমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, রাজনীতির মূল সংজ্ঞাটাই হচ্ছে জনগনের কল্যাণে কাজ করা। সেলিম ওসমান সেই কাজটিই করে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হবে। নারায়ণগঞ্জ নিয়ে আমার স্বপ্ন ছিল। একটা সময় আমি নারায়ণগঞ্জ আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চেয়ে ছিলাম। কিন্তু আমি সেই কাজটি সম্পূর্ন করতে পারিনি। আমি বিশ্বাস করি সেলিম ওসমানের মাধ্যমে শুধু নাসিম ওসমানের রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন গুলোই নয় আমার স্বপ্ন গুলোও বাস্তবায়িত হবে। পাশাপাশি আমি কথা দিচ্ছি নারায়ণগঞ্জের উন্নয়নের প্রয়োজনে আমি যে কোন ধরনের সহযোগীতা করবো।
সভায় উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দলের চেয়ারম্যানকে আশ্বাস্ত করে বলেন, দলের শীর্ষ পর্যায় যেমন একত্রিত হয়েছে। ঠিক তেমনি ভাবে নারায়ণগঞ্জেও জাতীয় পার্টির নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিতভাবে কাজ করে সাংগঠনিক ভাবে একটি অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের বলেন, জেলা জাতীয় পার্টির নতুন করে সাজানো হবে। দলের জেলা ও মহানগর কমিটির সহ প্রত্যেকটি অংঙ্গ ও সহযোগী সংগঠন গুলোকে শক্তিশালী করতে আজকে থেকেই নেতাকর্মীরা মাঠে নামবে। নারায়ণগঞ্জে জাতীয় পার্টি আবারও একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রাজা হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।