নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রগতিশীল ছাত্র জোট।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন।
প্রগতিশীল ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক আরিফ হোসেন নয়নের সভাপতিত্বে এসময় বক্তব্য রাথেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সিপিবির জেলার সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সজিব শরিফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলার সভাপতি সুলতানা আক্তার,
গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর জেলা সমন্বয়ক নিখিল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সজিব শরিফ, জেলা ছাত্র ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক শুভ দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা সভাপতি সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আহ্বায়ক শুকদেব পাল, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,, শিক্ষক-কর্মচারী উন্নয়ন পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ বলেন, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে প্রধান শিক্ষক শ্যামলকে লাঞ্ছিত করা হয়েছে। আর এই সুযোগে তাকে নিয়ে নাটক শুরু করেছে সেলিম ওসমান। তার এক লোকের বোনকে প্রধান শিক্ষিকা বানাতে এই নাটক করেছে সেলিম ওসমান। এই ওসমান পরিবার সম্প্রদায়িক পরিবার। এক সময় সেলিম ওসমানের ভাই নাসিম ওসমান হিন্দুদের ২৭ টি জমি দখল করেছে। আজ এই সেলিম ওসমান হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে। এই সেলিম ওসমান সাংসদ হয়ে দানব ও জানোয়ার মত কাজ করছে। বিএকএমই ও চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের, শিক্ষক সমাজ ও সাংবাদিক ভাইদের বলছি আপনার যদি এই জানোয়ার সেলিম ওসমানের পক্ষে কথা বলেন তাহলে আপনারও জন্তু দানবের সহযোগী হবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এই জানোয়ার সেলিম ওসমানের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদের অনুরোধ করছি তাকে যেন সংসদ থেকে বহিস্কার করা হয়।
রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জে সাত খুন হয় তারপর পাঁচ খুন হয় আপনি সেলিম ওসমান দেখতে যান নাই। আপনি হঠ্যাৎ করেই বন্দরে একটা স্কুলের ম্যানেজিং কমিটির সমস্যা সমাধানের জন্য চলে গেলেন এসব নারায়ণগঞ্জবাসী বুঝে। আজ নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন ওসমান পরিবারের অনুগত বাহিনীতে পরিনত হয়েছে। নারায়ণগঞ্জের হিন্দু নেতারা সেলিম ওসামনের পক্ষে ওই শিক্ষকে বলাতে চান যে সেলিম ওসমানের কারণে তিনি প্রাণে বাঁচতে পেরেছেন। এসব হিন্দু নেতাদের চরিত্র নারায়ণগঞ্জবাসী জানে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী আরো আগেই প্রমাণ করেছেন তিনি মেরুদন্ডহীন। না হলে উপজেলা শিক্ষা অফিসারের সামনে একজন এমপি কিভাবে প্রধান শিক্ষকে এভাবে কান ধরে উঠবস করতে পারে। তবে আশা করবো যাতে এর সুষ্ঠু বিচার তিনি করেন।
এসময় অন্যান্য বক্তরা আরো বলেন, শিক্ষককে কান ধরে উঠবস করে পৃথিবীকে ও শিক্ষক জাতিকে অপমান করা হয়েছে। জাতির কাছে তাকে মাফ চাইতে হবে। এ অপরাধের জন্য শুধু মাফ চাইলে হবে না। তাকেও কাণ ধরে উঠবস করে এর মাফ চাওয়া প্রয়োজন। এটা বন্যপ্রানীদের কাজ ছাড়া কোন মানুষের কাজ হতে পারে না। সুষ্ঠু বিচার চাই। ‘তদন্ত কমিটি তাদের বিশ্বাসের অবস্থান হারিয়ে ফেলেছে। এ তদন্ত কমিটি বাতিল করতে হবে। আর প্রধানমন্ত্রী শামীম ওসমানের মতো সেলিম ওসমানের পক্ষে দাঁড়াবেন না । আর দাঁড়ালে আবারো ভুল করবেন।