বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে রাজুক এর ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযানে ৩ ভবন মালিককে আড়াই লাখ জরিমানা প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুর ২টায় শহরের বিবি রোডস্থ আল হাকিম সেন্টার, হাসনাত প্লাজা ও বাঁধন কমিউনিটি সেন্টার এই তিন ভবনে এই অভিযান পরিচালনা করেন রাজউক।
এসময় পপুলার ডায়াগনষ্টিক সেন্টার হিসেবে খ্যাত আল-হাকীম সেন্টারের মালিককে এক লাখ, আওয়ামীলীগ নেতা আবুল হাসনাতের মালিকাধীন হাসনাত প্লাজার মালিককে এক লাখ টাকা ও বাঁধন বাঁধন কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা করে জারিমান করেন রাজুকের নির্বাহী মেজিষ্ট্রেট মো. নাসির উদ্দিন।
রাজুকের অতিরিক্ত মেজিট্রেট মো. নাসির উদ্দিন বলেন, ঢাকায় আগে থেকেই রাজুকের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নারায়ণগঞ্জে এই প্রথম রাজুকের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি। ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইন অমান্য করে নকশায় গাড়ি পার্কিং থাকা শক্তেও তা নকল করে ভবন মালিকরা অবৈধভাবে দোকান পাট নির্মাণ করেন। এতে করে শহরের ভিতরে যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ি পার্কিং এর জায়গায় অবৈধভাবে দোকান পাট নির্মাণ করে ভাড়া দেওয়ায় ৩ ভবন মালিককে আর্থিক ভাবে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত দোকান পাট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময়ে রাজুকের ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, রাজুকের অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. নাসির উদ্দিন, রাজুক অফিসার আশিস কুমার সাহা সহ রাজুকের পাঁচ জন কর্মকর্তা ও রাজুকের উচ্ছেদকারী দল।