নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
যানজট নিরসনে হকারদের অবৈধভাবে নির্মিত চায়ের দোকানসহ ২০টি দোকান উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করতে অভিযান চালিয়েছেন নারায়াণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারের পাশবর্তী ফুটপাতে হকারদের উচ্ছেদ ও মালামাল জব্দ করে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া’র নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, সদর থানার ওসি আব্দুল মালেক, চাষাঢ়া ফাড়ির অফিসার ইনচার্জ মো. আলমগীরসহ আরো অনেকে।
মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, শহরের যানজট নিরসনে হকারদের অবৈধভাবে নির্মিত স্থাপনায় এই অভিযান চালানো হচ্ছে। কয়েকদিন আগেও হকারদের উচ্ছেদ কওে ফুটপাত মুক্ত করলেও তারা পুনরায় ফুটপাতে বসে পড়ে। তাই এই অভিযানে তাদের মালামাল জব্দসহ উচ্ছেদ করা হয়েছে। তাদের অনেকবার মালামাল নিয়ে সরে যেতে বললেও তাড়া সরে যায়নি। তবে হকার উচ্ছেদ করতে কোন আগাম নোটিশ নেওয়ার নিয়ম নেই। শহরকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসনের এই ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে।
অভিযান পরিচালনা শেষে হকারদের জব্দকৃত সকল মালামাল পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন গত ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শহরের চাষাঢ়া থেকে ২নং রেল গেইট এলাকা পর্যন্ত রাস্তা দু’পাশের সকল অবৈধ স্থাপনায় হকারদের দোকান উচ্ছেদ করেছেন।