বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক বিরোধী অভিযানে পুলিশ দ্বিতীয়স্থান করেছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে র্যাব তৃতীয় স্থান অধিকার করেছেন।
মাদক বিরোধী অভিযানে সারা দেশে ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাতে এই পুরস্কার তুলে দেন
অপরদিকে অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে ‘ঙ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১। এসময় পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই পুরস্কার র্যাব-১১ এর সিইও লে: কর্ণেল তানভীর মাহমুদ পাশা হাতে তুলে দিয়েছেন
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও র্যাব-১১ এর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক পৃথক স্মারকে দুই সংস্থাকে এই কৃতিত্ব দেওয়া হয়।