নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়নগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নগরের প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজার এলাকা থেকে ২৫টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন আটক করেছে। পলিথিন বিক্রির অভিযোগে একজন বিক্রেতাকে থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।তিনি জানান, শহরের বিভিন্ন বাজারে অবাধে পলিথিন বিক্রি হচ্ছে। এ কারনে পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথ ভাবে জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হয়। তিনি জানান, আটককৃত পলিথিনের মুল্য প্রায় ৭লাখ টাকা।