বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ২’শ ৮৮ ক্যান বিয়ার ও ৪ বোতল বিদেশী মদ সহ লিটন(৩০) ও জসিম(২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ২নং রেইলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
ডিবির এসআই মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই আবু সায়েম, এএসআই প্রকাশ ও সংগীয় ফোর্সসহ নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়।
এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন চলছে।