বিজয় বার্তা ২৪ ডট কম
বাঙালির একটি সার্বজনীন উৎসব হল পহেলা বৈশাখ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলা বর্ষকে বরণ করে নেয় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে। আর বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল বৈশাখী মেলার আয়োজন। সেই লক্ষ্যেই শনিবার ( ১৪ এপ্রিল ) পহেলা বৈশাখ উপলক্ষ্যে শহরের চাষাড়া চত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় । আনন্দ মুখরিত পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো মঙ্গল শোভাযাত্রার অংশগ্রহণ করে । মঙ্গল শোভাযাত্রাটি চাষাড়া চত্বর থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় । এ সময় জেলা শিল্পকলা একাডেমীর শিশু কিশোরদের সংগীত শিল্পীদের পরিবেশনায় এসো হে বৈশাখ এসো এসো গানের বর্ষবরণের মধ্যদিয়ে বাংলা নতুন বছর ১৪২৫ কে বরন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জেলা গনপূর্ত বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জসিম উদ্দিন হায়দার, ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, ( শিক্ষা ও আইসিটি ) রেজাউল বারী, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা জেল সুপার সুভাষ ঘোষ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মতিয়ার রহমান , ( ক’সার্কেল ) মোঃ শরফুদ্দীন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগম, জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জেলা সাবেক ডেপুটি কমান্ডার এড. নূরুল হুদা, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরীন বেগম প্রমুখ ।