বিজয় বার্তা ২৪ ডট কম
পুলিশ সেবা সপ্তাাতহ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদের নের্তৃত্বে তার কার্য্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা এ র্যালীতে উপস্থিত ছিলেন।
র্যালী শেষে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরণের সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যরা সততা এবং ন্ষ্ঠিার সাথে কাজ করার অঙ্গিকার ঘোষণা করেছেন। তিনি জানান, জেলার থানাগুলোতে কেউ যাতে জিডি, মামলা ও পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে পুলিশের সব কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। জনগণের সচেতনা বৃদ্ধির পাশাপাশি মাদক, সন্ত্রাস এবং যানজট মুক্ত শহর গড়ে তোলার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান তিনি।