বিজয় বার্তা ২৪ ডট কম
‘হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের’ উদ্যোগে নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে “ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে সেবাইত ও পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ‘সামাজিক মূল্যবোধ’ বিষয়ে ২৫ জন সেবাইত ও পুরোহিতদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী আজ সোমবার সফলভাবে সমাপ্ত হয়েছে। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগত ‘বাংলাদেশ মাইনরিটি ওয়াচের’ প্রেসিডেন্ট রবীন্দ্র ঘোষ প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরো বক্তব্য রাখেন ‘জাতীয় হিন্দু মহাজোটের’ সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার, হিন্দু মহাজোট না’গঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা বিকাশ কুমার শীল, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পিংকি পাল, বলদেব আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কুমার রায় চৌধুরী, সেক্রেটারি প্রদীপ সাহা প্রমুখ।