বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে ডুবে রবিউল(২৫)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের সামনে শীতলক্ষা নদীতে এই ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ঘরজাল এলাকার মো. জালাল সিকদারের ছেলে।
সরেজমিনে জানা যায়, বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের সামনে রবিউল ইসলাম (২৫) নামে এক শ্রমিক গমের বস্তা লোড আনলোড করার সময় পা পিছলে শীতলক্ষা নদীতে বস্তাসহ পড়ে যায়। পড়ে তার সহকর্মী শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে থবর দিলে তারা এসে মৃত অবস্থায় রবিউলকে উদ্ধার করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।