বিজয় বার্তা ২৪ ডট কম
সংবাদকর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। তাদের মহৎ কাজ করার সুযোগ রয়েছে। আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করলে সমাজ এগিয়ে যাবে। সাধারন নাগরিকরা সংবাদকর্মীদের মাধ্যমে সেবা পাবেন। তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।তিনি দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পত্রিকার শুভ কামনা করে বলেন নতুন ধারার পত্রিকা হিসেবে আমাদের সময় গন মানুষের পত্রিকা হিসেবে এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। মঙ্গলবার রাতে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ, নারায়নগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, চ্যানেল-২৪এর রিপোর্টার আহসান সাদিক শাওন,যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আমির হুসাইন স্মিথ প্রমুখ। পরে প্রতিষ্ঠা বাষিকী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কেক কাটেন।