নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের বর্তমান সমস্যার মধ্যে দুটি প্রধান সমস্যা যানজট ও গ্যাস সংকট। রাজনৈতিক দ্ধন্ধের কারনে যানজট সমস্যা সমাধাণে বাঁধাগ্রস্থ হচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটে জনজীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না দিতে পারায় দীর্ঘদিন ধরে চলছে এই গ্যাস সংকট। মাঘ মাসের শীতে তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এসময় মানুষের গ্যাসের চাহিদা তুলনামূলকভাবে বেশি থাকে। একদিকে সরবরাহ কম অন্যদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপে ময়লা আটকে থাকায় সরবরাহ ব্যবস্থায় বিঘœ সৃষ্টি করছে।
মাসদাইর, গলাচিপা কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, শেরে-ই-বাংলা সড়ক, দেওভোগ, বাংলাবাজার, নাগবাড়ি, তাতিপাড়া, আমবাগান, বৌ-বাজার, ভূইয়াপাড়া, উকিলপাড়া, ভূইয়ারবাগ, নন্দিপাড়া, ডি এন রোড, বেপারীপাড়া, পাইকপাড়া, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, পালপাড়া, নিতাইগঞ্জ, শহীদ নগর, শীতলক্ষা, তামাকপট্টি, নলুয়াপাড়া, টানবাজার, নয়ামাটি, আমলাপাড়া, কালির বাজার, মিশনপাড়া, ডনচেম্বার, খানপুর, ব্যাংক কলোনী, তল্লা, হাজ্বীগঞ্জ, জামতলা, গাবতলী, ইসদাইর, ভূইগড় ও চাষাঢ়া সহ বহু এলাকায় দিনের বেলায় গ্যাসের সংকট তীব্র আকার ধারন করেছে। একদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে, অপর দিকে চুলায় পাওয়া যাচ্ছে না গ্যাস।
গ্যাস সংকটে গৃহিনীরা ঠিকমত রান্না না করতে পারায় তাদের ছেলে-মেয়েদের না খাইয়ে স্কুলে পাঠাচ্ছে। গ্যাস ব্যবহার না করেই তাদের প্রতিমাসে বিল পরিশোধ করতে হচ্ছে। অতীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জবাসীকে ৫০ বছরের জন্য আর গ্যাস সঙ্কটে হবেনা বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিছুদিন যাবৎ আবারও আবাসিক চুলায় দিনের বেলায় চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকট যেহেতু জনজীবনে ভোগান্তির কারন গ্যাস সরবরাহ বাড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে তিতাস গ্যাসের সংকীর্ণ পাইপ লাইনের সংস্কার করা প্রয়োজন। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা এবং অপচয় রোধের পথও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে খুঁজে বের করতে হবে।
এদিকে গত ২৫ জানুয়ারী সোমবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গ্যাস সংকটের প্রতিবাদে ঝাড়ুহাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ভূইগড় এলাকাবাসী। এসময় সড়ক অবরোধের কারনে নারায়ণগঞ্জ শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ফতুল্লা মডেল থানা পুলিশ বিক্ষোভকারী এলাকাবাসীকে বিক্ষোভ মিছিল সড়িয়ে নিতে অনুরোধ করেন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে তাদের দাবীর কথা বলে গ্যাস সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় বিক্ষোভকারী এলাকাবাসী স্লোগান দিতে থাকে,গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।
আমরা অনেকদিন যাবৎ এই গ্যাস সংকটে ভুগছি। আজ আমরা ভূইগড় এলাকায় ঝাড়ু মিছিল করেছি গ্যাসের সমস্যা সমাধান না হলে প্রয়োজনে আমরা সমস্ত নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করবো।
উল্লেখ্য, গ্যাস সমস্যা সমাধানে আমরা নারায়ণগঞ্জবাসীসহ অন্যান্য সংঘঠনের তিতাস গ্যাস অফিস ঘেড়াও করে প্রতিবাদী কর্মসূচীর প্রেক্ষিতে গত ৮ জানুয়ারী একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ সেলিম ওসমান নারায়ণগঞ্জবাসীকে পাঁচ থেকে ছয় দিনের ভেতর গ্যাস সমস্যা সমধানের আশ্বাস দেন এবং অহেতুক তিতাস গ্যাস অফিস ঘেড়াও করে মিছিল না করে ধৈর্য্য ধরতে বলেন। এই পাঁচ থেকে ছয়দিন শেষ হয়ে কবে গ্যাস সমস্যার সমাধান করা হবে জানতে চায় এবং এই দূর্ভোগ থেকে রক্ষা পেতে চায় নারায়ণগঞ্জবাসী।