বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় বাগে জান্নাত মাদ্রাসায় নারায়ণগঞ্জ নগর বিএনপি এই কর্মসূচি পালন করে।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী নেতা অ্যাডভোকেট শিমুল, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসমাইল মাষ্টার, যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মহানগর ছাত্র দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, এদেশের মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন শহীদ জিয়া, দেশ স্বাধীন হয়েছে কিন্তু গণতন্ত্র আজ অবরুদ্ধ। আওয়ামী স্বৈরাচারী সরকার গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তারেক রহমানই হবে জাতির ভবিষ্যত কান্ডারি।
সভাপতির বক্তব্যে এটিএম কামাল বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান এর বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করা হয়। পরে দোয়া মাহফিলের মুনাজাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করা হয়।