নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ জিয়া হলে ‘পহেলা বৈশাখ’ উপলক্ষ্যে জামদানী তাঁত বস্ত্র ও হস্ত কুটির কারু শিল্প মেলার উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেতাম না। হয়তো আজ এমন আনন্দঘণ পরিবেশের মধ্যদিয়ে আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখও আমরা উদযাপন করতে পারতাম না। তবে নির্যাতিত বাঙালিদের সকল প্রকার নিপিড়ন থেকে মুক্ত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের সংগ্রাম করতে শিখিয়েছেন। সেই সংগ্রামের মাধ্যমেই আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই পহেলা বৈশাখের এমন আগ মূহুর্তে আমরা সেই শ্রেষ্ট বাঙালির আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেনা মনির’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহামুদা মালা, জেলা মহিলা সংস্থার সদস্য কামরুননেছা মিতালি, অ্যাড নুরজাহান সহ অন্যান্যরা।