নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বুধবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ১০দফা দাবিতে মানববন্ধন করেছেন ডেসিং ডেষ্টিনেশন লিমিটেডের শ্রমিকবৃন্দ।
এসময় বক্তরা বলেন, আমরা ডেসিং ডেষ্টিনেশন প্রতিষ্টানে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন পদে বিভিন্ন মেয়াদে কাজ কওে আসছি। কিন্তু দুঃখের বিষয় প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষনা থাকলেও বাংলাদেশ শ্রম আইন লংঘন করে শ্রমিকদের দাবি দাওয়া না দিয়ে মালিক কর্তৃপক্ষ বিভিন্ন কারন দেখিয়ে প্রতিষ্ঠান পারিচালনা কওে আসছেন। আমরা প্রতিষ্ঠানের মালিক পক্ষকে আমাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদেও বিশ^াস মালিক পক্ষ নূন্যতম ৮ দফা দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং উৎপাদন বৃদ্ধির পরিবেশ সৃষ্ট করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, ,সহ সাধারণ সম্পাদক হাছনাত কবির, মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবন্দ।